নিখাত ভালবাসা ও বন্ধুত্ব
প্রকাশের সময় : 2019-09-12 23:44:34 | প্রকাশক : Administration
নিখাত ভালবাসা ও বন্ধুত্ব
মোঃ আখতার হোসেন মন্ডল
ধরণীর বুকে ঝড় আসে
খুলে প্রলয়ের দ্বার
যা কিছু পায়
কেড়ে নিয়ে যায়
ধ্বংস রাখে উপহার।
ঝড়ের চেয়ে আরও ভয়ংকর
বন্ধু যখন হয় শুভংকর
মনের মানুষ দানব সাজে,
তার চেয়ে কি হয় বিষময়
কাল নাগিনীর দংশন।
বন্ধু বেশে শত্রু হলে
তাকে চেনা বড় দায়
মুখে মধু অন্তরে বিষ
চোখে মায়া ক্রন্দন।
হৃদয়ে রক্ত ঝরায় বক্ষে আলিঙ্গন।
নির্বাক চরাচরে যুগ যুগ ধরে
বন্ধু আর ভালবাসা মানুষের ভিড়ে
কেউ খুঁজে পায় কেউ বা হারায়
এ যে স্বর্গীয় অমিয় সুধা
জীবনের স্বপ্নীল খেলা ঘরে।
তারিখঃ- ২৩ সেপ্টেম্বর, ২০১৮