শনির চাঁদে প্রাণের অস্তিত্ব খুঁজবে ড্রোন

প্রকাশের সময় : 2019-08-07 15:24:31 | প্রকাশক : Administration শনির চাঁদে প্রাণের অস্তিত্ব খুঁজবে ড্রোন

সিমেক ডেস্কঃ প্রাণের অস্তিত্ব ও মানবজাতির উদ্ভবের তথ্য জানতে এবার শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ ‘টাইটান’-এ ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। সৌরজগতের মধ্যে একমাত্র এই উপগ্রহটির অবস্থা পৃথিবীর পূর্বাবস্থার মতো।

বিজ্ঞানীদের ধারণা, এই উপগ্রহকে ঘিরে বিস্তর গবেষণা করা সম্ভব হলে পৃথিবীতে কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল এ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।

নাসার পরিচালক জিম ব্রিডেনস্টাইন জানান, ২০২৬ সালে আট বছর মেয়াদি ওই মিশন শুরু হবে। ‘ড্রাগনফ্লাই’নামে পারমাণবিক জ্বালানিচালিত ড্রোনটি ২০৩৪ সালে টাইটানে পৌঁছাবে। এটাই হবে মহাশূন্যে পাঠানো প্রথম পারমাণবিক জ্বালানিচালিত যান।

ড্রোনটি টাইটানের ঘন বায়ুমণ্ডলে প্রায় ১০০ মাইল এলাকাজুড়ে উড্ডয়ন করতে পারবে বলেও জানান ব্রিডেনস্টাইন। তিনি বলেন, ড্রাগনফ্লাইয়ের প্রযুক্তি টাইটানে বসবাসযোগ্য পরিবেশ আছে কি না, তা মূল্যায়ন করতে পারবে। সেখানে আগে বা এখনও কোনো প্রাণের অস্তিত্বের চিহ্ন আছে কি না, তাও খুঁজে দেখবে যানটি।

বিজ্ঞানীদের ধারণা, টাইটানে পানি রয়েছে, তবে তা পৃথিবীর তুলনায় ২-৩ গুণ ঘন। রয়টার্স।