জোকস্

প্রকাশের সময় : 2019-05-09 19:19:44 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

কাবিন নামার মেয়াদঃ

 

স্ত্রীঃ এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?

স্বামীঃ কই, কিছু না তো!

স্ত্রীঃ আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?

স্বামীঃ না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না

 

দৌঁড় প্রতিযোগিতাঃ

 

মেয়েঃ আপনার মোবাইলটা তো খুব সুন্দর; কত টাকা দিয়ে কিনেছেন?

টিটুঃ দৌড় প্রতিযোগিতায় জিতে পেয়েছি।

মেয়েঃ ওহ! প্রতিযোগী কতজন ছিল?

টিটুঃ ২জন পুলিশ, দোকানদার আর আমি।

 

বল্টুর  পরীক্ষার প্রশ্নঃ

 

 

মফিজ মাষ্টার বল্টুর জন্য প্রশ্নপত্র তৈরী করেছেন; খুব সহজ করে যাতে করে এবার বল্টু সহজেই পাস করতে পারে। কিন্তু না, এবারও বল্টু পাশ করতে পারলো না । কিন্তু কেন?

তাহলে চলুন বল্টুর প্রশ্নপত্রে কী ছিল:

প্রশ্নপত্র-১ঃ বাংলাদেশ কোন দেশে অবস্থিত?

প্রশ্নপত্র-২ঃ ১৫ এপ্রিল কোন মাসে অবস্থিত?

প্রশ্নপত্র-৩ঃ সবুজ রং কোন কালারের হয়?

প্রশ্নপত্র-৪ঃ চোরকে বাংলায় কি বলা হয়?

প্রশ্নপত্র-৫ঃ  কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে।

 

বুয়ার সঙ্গে প্রেমঃ

 

ম্যাডামঃ বুঝলে বুয়া, তোমার সাহেবকে নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে।

বুয়াঃ কেন, কী হইছে আপা?

ম্যাডামঃ না, আমার মনে হয় তোমার সাহেবের সঙ্গে অন্য কারো প্রেম চলছে।

বুয়াঃ হায় হায় আপা। একি কন। সাহেব আমারে ধোকা দিতে পারে না। এতো সাধনার পেরেম আমার!

 

পাখি কাকে বলেঃ

 

স্যারঃ বল তো বল্টু পাখি কাকে বলে?

বল্টুঃ যার পাখা আছে, গান গায় তাকেই পাখি বলে।

স্যারঃ সাবাস! বল্টু একটা উদাহরণ দে তো।

বল্টুঃ স্যার মশা। এর পাখাও আছে আবার গানও গায়।

 

 

শশুরবাড়িতে নতুন বউঃ

 

শাশুড়িঃ বউমা আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।

নতুন বউঃ  আচ্ছা মা।

সারা দিনের কাজ শেষে জামাই বাসায় আসছে; কলিংবেল বেজে উঠলো।

শাশুড়িঃ দেখোতো বউমা, কে এলো?

নতুন বউঃ মা! মা!! ভাইয়া এসেছে।