কবিতা-৩৬

প্রকাশের সময় : 2019-01-19 11:47:41 | প্রকাশক : Admin

কবিতা-৩৬

জীবনের বিবর্তন

মোঃ আখতার হোসেন মন্ডল

 

এমন কেন মনে হয়

তারার হাসি, ফুলের সুবাস,

মাধবী রাতে উতলা বাতাস

আর আগের মত নয়

এমন কেন মনে হয়।।

 

শিশির ভেজা সোনালী সকাল

বৃষ্টি ভেজা রূপালী বিকাল

রং ধনুর ছোঁয়ায় গিরি-ঝর্ণার কলতান

আর আগের মত নয়

এমন কেন মনে হয় ।।

 

কালের স্রোতে হারিয়ে গেল

স্বপ্নসুখের দিনগুলো ঐ

সময়ের পরিবর্তন, জীবনের বিবর্তন,

আমি আর আগের মত নই।।

 

রিম ঝিম ঝিম বরষায়

ফাগুনের মধু জোছনায়

নদীর বুকে মাঝিদের সেই ভাটিয়ালী গান

আর আগের মত নয়

এমন কেন মনে হয়।।

 

১৬ নভেম্বর, ২০১৩