সমাধিতে ফুল দিতে গিয়ে

প্রকাশের সময় : 2019-01-19 11:47:05 | প্রকাশক : Admin

সমাধিতে ফুল দিতে গিয়ে

শেখ লুৎফর রহমান

ফুল দিতে আজ এসেছি আমরা তোমার সমাধি পরে

লজ্জায় মুখে কথা আসছে না চোখ দু’টি জলে ভরে।

মাজারে দাঁড়িয়ে ভাবছি পিতা আমিই তোমার খুনি

বুলেটের আঘাতে তোমার বুক ঝাঁঝরা করেছি জানি।

কি করে তাই চাইবো ক্ষমা ভাষা পাচ্ছি না খুঁজে

ব্যথার সাগর উথলে উঠেছে আমার হৃদয় মাঝে।

ছাপ্পান্ন হাজার বর্গমাইল সম তোমার হৃদয় খানি

মুছে যায় নাই হৃদয় হতে স্নেহের আসন জানি।

দাঁড়িয়ে এখানে স্বরণ করছি বিগত দিনের স্মৃতি

সেই স্মৃতিগুলো আমাকে কাঁদায় প্রতিদিন প্রতিনিতি।

দুখী জনতার মুখে হাসি ফোটাতে ব্যস্ত ছিলে সারাক্ষণ

তাদের দুঃখ মোচানের জন্য সংগ্রাম সারা জীবন।

পায়জামা পাঞ্জাবী মুজিব কোর্ট তোমার প্রিয় ভুষণ

এই পোষাক পরিহিত থেকে করেছো বিশ্বভ্রমণ।

ইন্দিরা গান্ধী তোমার জন্য করেছে অসাধ্য সাধন

ঢাকা সফরে এসে প্রিয় ফুল দিয়ে করেছেন বরণ।

বিশাল দেহের ভিতরে তোমার ছিল সুন্দর মন

বাংলার মাটি প্রলেপনে যেন শান্তির আবরণ।

সরল মনের মানুষ ছিলে শঠতা ছিল না জানা

সরল বিশ্বাসে এনে ছিল তোমার মৃত্যুর পরোয়ানা।

কখনো ভাবোনি বাঙালী এভাবে কেড়ে নেবে প্রাণ

তাইতো জীবনে করনি কখনো নিরাপত্তা সন্ধান।