ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেয়

প্রকাশের সময় : 2018-11-07 17:21:32 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেয়। এ সম্পর্কে হযরত আবু যার (রাদিয়াল্লাহু আনহু) ও মুআজ ইবনে জাবাল (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন- ‘তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে তার পরপর সৎ কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। আর মানুষের সাথে সদ্ব্যবহার করো।’

ইমাম তিরমিজি (রহঃ) এ হাদীস বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস বলে অভিহিত করেছেন।