আসলে কোনটি সঠিক?

প্রকাশের সময় : 2019-10-24 12:10:45 | প্রকাশক : Administration

সিমেক ডেস্কঃ আমার মাথায় কিছু আসেনা, তাই সবার মতামত জানতে চাই! বেদনার রং যদি হয় নীল, তাহলে শোক দিবসগুলোতে কালো রঙের ব্যাচ ব্যবহার করা হয় কেনো? নীল রঙও তো ব্যবহার করা যেতো! মানুষ যখন মরে যায় তখন সাদা রঙের কাপড় নিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়! মৃত্যুর থেকে কঠিন কোনো শোক হতে পারে বলে তা আমার জানা নেই। তাহলে তখন কেনো কালো রঙের কাপড় যদিও সাদাকে সব রঙের জৈব বলা হয় এবং সাদা পবিত্রতার প্রতীক! আবার দেখা যায় লাল রঙকে শুভ এবং আনন্দের রঙ বলা হয়। কিন্তু কথা হলো আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই রাস্তার পাশে বিরিয়ানির দোকানগুলোতে বড় বড় পাতিলের গায়ে লাল রঙের কাপড় পেচিয়ে রাখা হয়েছে!! আবার রঙ ধনুর সাত রঙকেও আনন্দের বলা হয়ে থাকে! কিন্তু কথা হলো আসলে কোনটি সঠিক?