“মধুমতি পাড়ের দুরন্ত ছেলে”

প্রকাশের সময় : 2019-09-26 12:16:30 | প্রকাশক : Administration

“মধুমতি পাড়ের দুরন্ত ছেলে”

আনোয়ারুল কবীর বাবলু।

হাজার বছর পরে তুমি এলে ধরার বুকে,

এতকাল আমরা কেঁদে মরেছি ধুকে ধুকে।

মধুমতি পাড়ের দুরন্ত ছেলে, সাহস অতিশয়,

সত্য কঠিন ন্যায়ের বার্তা প্রচারে, ছিলনা তার কোন ভয়।

প্রতিবাদী বজ্রকন্ঠ, হুংকারে কেঁপেছে শত্রুর দল,

বাংলার ক্ষমতায় বসেছিল শুষনের পাথর জগদ্বল।

আমরা নিপিরিত, বঞ্চিত, আমরা মুক্তি চাই,

হে আগুয়ান, কুর্নিশ ছেড়ে দিপ্ত পায়ে

এগিয়ে চলো তাই।

বজ্রকন্ঠে হাকিল দাওয়াত, যার যা আছে তাই,

প্রস্তুত থেকো শত্রুর মোকাবেলা করতে হবে,

সাহসের বিকল্প নাই।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,

স্বাধীনতার সংগ্রাম,

ঘোষনা দিল উদ্ধারে বাংলার,

মোদের নেতা শেখ মুজিবর রহমান।

যুদ্ধ শেষে রক্তে ভেজা মাটিতে

বিজয় পতাকা উড়ে ঘরে ঘরে,

বাঙ্গালির নেতা মুজিব তখনও বন্দি কারাগারে।

মুক্তি পেল শেষে, ফিরে এল দেশে শুষিত বাঙ্গালির নেতা,

জন্ম তোমার স্বার্থক হয়েছে,

তুমি বাঙ্গালি জাতীর পিতা।