কে বলেছে পারিনা; আমরাও পারি

প্রকাশের সময় : 2018-10-10 22:48:54 | প্রকাশক : Admin
�কে বলেছে পারিনা;  আমরাও পারি

সিমেক ডেস্কঃ গত বিশ্বকাপে সারাবিশ্বের কাছে জাপান প্রশংসিত হয়েছিল তাদের বিনয়ী আচরণ, সমর্থকদের বিনয়ী মনোভাবের কারণে। বিশ্বকাপে নিজ দলের পরাজয় সত্ত্বেও জাপানি সমর্থকরা স্টেডিয়ামে তাদের ফেলে রাখা চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ময়লা এসব পরিস্কার করে যায়। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবার ভারত-শ্রীলঙ্কাসহ উপমহাদেশের সোশ্যাল মিডিয়া দখল করে ফেলেছে বাংলাদেশের কাণ্ড। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপরীতে বড় ধরনের জয় পায়। বলা যায় ওই ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ ছিনিমিনি খেলে। এই একটি ম্যাচে বাংলাদেশ শুধু বড় জয়ই পায়নি; পেয়েছে উপমহাদেশের মানুষের সম্মান, মানুষের মন।

আহত তামিমের এক হাতে ব্যাট করে দলকে সম্মানজনক স্কোরে দাঁড় করানো যেমন আলোচিত বিষয় ছিল, তেমনি আলোচনায় আসে ম্যাচ শেষে সমর্থকদের দায়িত্ববোধের আরেক বিষয়। বাংলাদেশের সমর্থকেরা খেলা শেষে আবেগক্রান্ত হয়ে স্টেডিয়াম ত্যাগ করেননি। বরঞ্চ খেলা শেষে তাঁদের দ্বারা গ্যালারিতে যেসব জায়গা নোংরা হয়েছে তা পরিস্কার করেন। সমর্থকেরা ঠিক সেই একইভাবে চিপসের প্যাকেট, বাদামের খোসা, পানির বোতল পরিস্কার করেন। বিষয়টি উপমহাদেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আর দেশীয় নেটিজেনরা তো বলছেনই 'আমরাও পারি।'

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com