পেট ফাঁপানো খাবার

প্রকাশের সময় : 2018-09-13 11:13:15 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ কোনো কোনো খাবারের কারণে আমাদের পেটে হঠাৎ করেই গ্যাস জমে যায়। এতে পেট ফুলে ওঠে। কিছু খাবারের কারণে এমনটা হতে পারে। যেমন-

কোমল পানীয়ঃ পেটের জন্য কোমল পানীয় ক্ষতিকর। কার্বনেটেড এসব পানীয় পান করলেই এর সঙ্গে পেটে প্রবেশ করে কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এ গ্যাস পেট স্ফীত করে তোলে। এ কারণে কোমল পানীয়ের বদলে স্বাভাবিক পানি, শরবত বা ফলের রস পান করুন।

দুধঃ সরাসরি দুধ অনেক মানুষই হজম করতে পারে না। এ সমস্যাকে ‘ল্যাকটোস ইনটলারেন্স’  বলা হয়। এতে পেটে গ্যাস জমা হওয়াসহ নানা প্রতিক্রিয়া দেখা যেতে পারে। যাঁদের এ সমস্যা রয়েছে, তাঁরা দই, ছানা ও অন্যান্য উৎস থেকে খাবার খেতে পারেন।

গমঃ গম থেকে পাওয়া আটা কিংবা ময়দা দিয়ে তৈরি খাবারে থাকে গ্লুটেন। অনেকেরই এই আটা-ময়দা থেকে গ্যাসের সমস্যা হয়। এ সমস্যা থাকলে বিকল্প খাবার খেতে হবে।

ফুলকপিঃ ফুলকপি, বাঁধাকপি ও মটরশুটির মতো সবজিতে অনেকেরই পেটে গ্যাস জমে। তবে এগুলো ভালোভাবে রান্না করে খেলে এ সমস্যা কম হয়। ভালো করে বলতে, তরকারিটা হবে ভেজা ভেজা, শুকনা নয়।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com